ঢাক ঢোল বাজিয়া লাল পতাকা উড়িয়ে বগুড়া সদরের পলাশ বাড়ীতে এক কৃষক ২১ বছরধরে মামলায় লড়াই করে ১২ শতাংশ জমি বুঝে পেল

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  07:34 PM, 13 November 2015

আব্দুল বারী মহাস্থান (বগুড়া)প্রতিনিধি: বগুড়া সদরের পলাশ বাড়ী উত্তর পাড়ায় এক কৃষক ২১ বছরধরে মামলায় লড়াই করে ১২ শতাংশ জমি সরকারের মাধ্যমে ডিগ্রী পেয়ে ঢাক ঢোল বাজিয়া লাল পতাকা উড়িয়ে বুঝিয়ে পেল।
জানা গেছে, পলাশ বাড়ী উত্তর পাড়া গ্রামের মৃত্যু বকস ফকিরের পুত্র তার ক্রয় কৃত ধানি জমি বেদখল হলে গত ২-৫ ১৯৯৪ ইং তাখিরে কোর্টে মামলা করে । মামলা দীর্ঘ ২১ বছর চলার পর গত ২৪-৪-১৪ ইং তারিখে ডিগ্রী জারি হয়।সকল জল্পনা কল্পনার অবশান ঘটিয়ে বৃহস্পতিবার দুপুরে সরকারের পক্ষে এ্যাডঃ কমিশনার এমাজ উদ্দিন স্থানীয় সর্বেয়ার জাহাঙ্গীরের সহযোগিতায় এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতে পলাশ বাড়ী মৌজার সুরাতন বেওয়াদিন এর একটি দাগের এর ৭ শতাংস ও বাচ্চু মিয়ে অপর দাগে ৫ শতাংশ মোট ১২ শতাংশ জমি সরকারী ভাবে লাল পতাকা উড়িয়ে বুঝে দেওয়া হয়। হাতেম আলী তার ভাই খোকা মিয়া তাদের মামলা কৃত ৩৫ শতাংশ জমির মধ্যে ১২ শতাংশ জমির ডিগ্রী প্রাপ্ত হয়। বাকী জমিগুলির মামলা কোর্টে চলমান অবস্থায় রয়েছে। তারা আশা করেন বাকী জমিগুলিও আইনের মাধ্যামে পাবেন। কথায় বলে রাখে আল্লাহ মারে কে।

আপনার মতামত লিখুন :