ঢোলারহাটে মোটরসাইকেল চুরি
ঠাকুরগাঁও প্রতিনিধি॥ ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট দিশারী কিন্ডার গার্টেন মাঠ থেকে প্রফুল্ল কুমার বর্মনের মোটরসাইকেল চুরি হয়েছে।
জানাযায়, ৬অক্টোবর আনুমানিক রাত ৯টায় প্রফুল্ল কুমার বর্মন শ্রী
শ্রী গৌরলাল চৌধুরীর দূর্গামন্দিরে পূজা অর্চনার সময় সিটি ১০০ সিসি বাজাজ মোটরসাইকেল যার ইঞ্জিন নং-উটতডঊঅ-১৯৬৬১, চেচিস নং গউ২অ১৮অতঊডঅ-২৮৭৫০, লাল রংঙ্গের মোটরসাইকেটি চুরি হয়েছে। এ ঘটনায় প্রফুল্ল কুমার বর্মন প্রশাসনের সহযোগীতা কামনা করছেন।