থানায় মিথ্যা অভিযোগের প্রতিবাদে মহাস্থান প্রেস ক্লাবে সংবাদ সন্মেলন

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  07:35 PM, 21 December 2015

সোমবার মহাস্থান প্রেস ক্লাবে মহাস্থান এলাকার মৃত লোকমানের পুত্র তার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে সংবাদ সন্মেলন করেন।

লিখিত বক্তব্যে তিনি জানান, আমি একজন সৎ ও গরীব পরিবারের সন্তান। আমার বিরুদ্ধে মহাস্থান এলাকার মৃত নন্দির ছেলে কনফিডেন্স কম্পিউটারের প্রো: আজিজুল হক বিপুল তার দোকানে প্রশিক্ষণরত ছাত্র/ছাত্রীদের কাছ থেকে চাকুরী দেওয়ার নাম করে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিয়ে তার বসত বাড়িতে বাড়ী নিমার্ণ করে। ছাত্র/ছাত্রীদের চাকুরী দিতে না পারায় তারা তাকে টাকা ফেরত পাবার জন্য চাপ সৃষ্টি করলে শত্রুতা মূলক সে আমার বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করে। সে একজন এলাকার ঠক ও প্রতারক হিসাবে পরিচিত। প্রকৃত পক্ষে আমি উক্ত ঘটনার সাথে জড়িত নই। বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনীকে তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষি ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য আবেদন করছি।

আপনার মতামত লিখুন :