দক্ষিনপাড়া আলোর সন্ধানী সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষ রোপন কর্মসূচী পালন

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  11:19 PM, 04 August 2017

গাবতলী(বগুড়া) প্রতিনিধি ঃ “ফুলে ফলে ভরবে দেশ, আমার সোনার বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে বগুড়া গাবতলীর দক্ষিনপাড়া আলোর সন্ধানী সমাজ কল্যাণ পরিষদের উদ্দোগে গতকাল শুক্রবার আমলিচুকাই ঈদগাহ মাঠে বৃক্ষরোপন কর্মসূচী পালন ও ছাত্র/ছাত্রীদের মাঝে ফলজ বৃক্ষ প্রদান করা হয়েছে। আলোর সন্ধানী সমাজ কল্যাণ পরিষদের পরিচালক মাহমুদুল হাসান শামিমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিনপাড়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোমিনুল ইসলাম মোমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাগইল নায়েব উল­া আলিম মাদ্রাসার প্রভাষক রাফিউল ইসলাম, দক্ষিনপাড়া ইউপি সদস্য রায়হান কবির সাধন,কাগইল ইউপি সদস্য বেলাল হোসেন,এনজিও প্রতিনিধি শাহাদত হোসেন। অন্যদের মাঝে আলহাজ্ব নুরুল ইসলাম,ইব্রাহিম কাজী,রেজাউল করিম,মোনারুল ইসলাম,সাহাদত হোসেন,ইফসুব আলী,রাশেদুল ইসলাম, কাশেম মাহমুদ,গোলাম হাফিজ,আল আমিন,মুসফিকুর রহিম,আব্দুল হাই বাদশা,সোহেল ,জুয়েলসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :