দক্ষিনপাড়া ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাইফুলের নির্বাচনী সভা অনুষ্ঠিত

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  06:32 PM, 10 April 2016

 

গাবতলী(বগুড়া) প্রতিনিধিঃ আসন্ন ২৩শে এপ্রিল বগুড়া গাবতলী দক্ষিনপাড়া ইউপি নির্বাচন উপলক্ষে গতকাল রাতে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম সাইফুলের(আনারস প্রতিকের) নির্বাচনী পরামর্শ সভা উজগাম সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। অবঃ শিক্ষক আলহাজ্ব সেকেন্দার আলীর সভাপতিত্বে পরামর্শ সভায় বক্তব্য রাখেন,প্রভাষক নাহিদ চৌধুরী সাইম, আলহাজ্ব তোবারক আলী, লিটু চৌধুরী, ইউপি সদস্য প্রার্থী আব্দুল বাছেত মিলন,সাবেক ইউপি সদস্য আব্দুল হান্নান,সমাজসেবক স্বপন কুমার,নাছিম,আব্দুল আউয়াল,শামিম চৌধুরী,আবুল কালাম, ফরিদ উদ্দিন, পিন্টু,ইউনুস,ডাবলু, ছোলেমান,তোফাজ্জল হোসেন, আনছার আলী,রাসেল, জাহাঙ্গীর হোসেনসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। বক্তাগন বলেন দলমত নির্বিশেষে সকলেই আমিনুল ইসলাম সাইফুলের আনারস প্রতিকের বিজয়ের জন্য একযোগে কাজ করতে হবে।

আপনার মতামত লিখুন :