দেনা পরিশোধের জন্য কী আমল করবেন
নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবেন। অবশ্যই জামাতে সালাত আদায় করার চেষ্টা করবেন। নিয়মিত জামাতে সালাত আদায় করলে আল্লাহ ইনশাআল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করবেন, সমস্যা দূর করবেন।
দ্বিতীয়ত হলো, নিয়মিত ইস্তেগফার করুন। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। আস্তাগফিরুল্লাহ পড়বেন। এটা বিপদের মহৌষধ। এটা রিজিকের জন্যও উপকারি।
তৃতীয়ত হলো, রিজিকের জন্য রাসুল (সা.) কিছু দোয়া ঠিক করে দিয়েছেন। সেসব নির্দিষ্ট দোয়া বিভিন্ন দোয়ার বই দেখে শিখে নেবেন। এগুলো দোয়া কবুলের সময় পড়বেন বেশি বেশি করে। যেমন—নামাজের সিজদার মধ্যে দোয়াগুলো পড়বেন, তাহাজ্জুত নামাজের সময় পড়বেন, বৃষ্টির সময় পড়বেন, সঙ্গে চেষ্টা করে যাবেন।