দেশের ক্লান্তিলগ্নে জাতীয় পার্টি সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে …..এমপি জিন্নাহ্

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  10:45 PM, 26 December 2015

 

মহাস্থান (বগুড়া) প্রতিনিধি: দেশকে এগিয়ে নিতে জাতীয় পার্টির ভূমিকা অপরিসীম। দেশের ক্লান্তিলগ্নে জাতীয় পার্টি সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং এদেশের অগ্রযাত্রা অব্যহত রাখতে আগামীতেও অগ্রনী ভূমিকা পালন করবে। গতকাল মহাস্থান মাদ্রাসা মাঠে বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়ন জাতীয় পার্টির দ্বি-বার্ষিক কর্মী সম্মেলনে ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি লুৎফর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন, শিবগঞ্জ -২ আসনের জাতীয় সংসদ সদস্য, বগুড়া জেলা জাতীয় পার্টির সংগ্রামী সভাপতি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম জিন্নাহ্। প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, দেশ যখনই সংকটাপন্ন অবস্থায় পড়ে জাতীয় পার্টি তার দক্ষ নেতৃত্বে সেই পরিস্থিতি মোকাবেলা করে এবং দেশের উন্নয়নে অবদান রাখে। উক্ত কর্মী সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৩ দুপচাঁচিয়া-আদমদিঘী এলাকার জাতীয় সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রাদেশিক বিষয়ক সম্পাদক আলহাজ্ব এ্যাড. নূরুল ইসলাম তালুকদার। শিবগঞ্জ উপজেলা যুব সংহতির যুগ্ন আহŸায়ক সানাউল হক সানার উপস্থাপনায় এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য এ্যাড. শাহজাহান আলী তালুকদার, বগুড়া জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ফজলে রহিম মুঞ্জু, জেলা জাতীয় পার্টির যুগ্ন সাধারণ সম্পাদক মোকসেদুল আলম, রায়নগর ইউপি চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু, শিবগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান বাদশা, সাধারণ সম্পাদক এরফান আলী, জেলা জাতীয় পার্টির যুব বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, শিবগঞ্জ উপজেলা যুব সংহতির আহŸায়ক হুসাইন শরীফ সঞ্চয়, রায়নগর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বকুল, যুগ্ন যুব বিষয়ক সম্পাদক এনামুল হক, জেলা ছাত্র সমাজের আহŸায়ক ফরহাদ আলী খোকন, জাতীয় পার্টির নেতা ফজলুল বারী, শিবগঞ্জ উপজেলা ছাত্র সমাজের সদস্য সচিব আহসান হাবীব রেবুল, যুগ্ন আহŸায়ক শামীম আহম্মেদ, ইউপি সদস্য আলমগীর হোসেন লালু, হাম্মাদ আলী, রায়হান আলী সহ শিবগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উক্ত কর্মী সম্মেলনে আগামী ২ বছরের জন্য সাবেক সেনা সদস্য ও বর্তমান সভাপতি লুৎফর রহমানকে পুনরায় সভাপতি, শহিদুল ইসলাম বকুলকে সাধারণ সম্পাদক ও আলী হাসানকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট ইউনিয়ন জাতীয় পার্টির কমিটি ঘোষণা করা হয়।

আপনার মতামত লিখুন :