দৈনিক বাংলা বুলোটিন পত্রিকার বিজ্ঞান ম্যানেজার শফিকের পিতার মৃত্যুতে “ মহাস্থান প্রেসক্লাব নেতৃবৃন্দ শোক জ্ঞাপন”
মহাস্থান (বগুড়া) প্রতিনিধি: বগুড়া থেকে প্রকাশিত দৈনিক বাংলা বুলোটিন পত্রিকার বিজ্ঞাপন ম্যানেজার শফিকুল ইসলাম শফিকের পিতার মৃত্যুতে বগুড়ার মহস্থান প্রেসক্লাব এর নেতৃবৃন্দ তাহার পরিবারের প্রতি গভীর শোক সমবেদনা জানিয়েছেন – সভাপতি সাইদুর রহমান সাজু, সহ-সভাপতি শমশের নূর খোকন, সাধারণ সম্পাদক আব্দুর রহিম সাজু, যুগ্ন সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, কোষাধ্যক্ষ আনিছুর রহমান মিটু, দপ্তর সম্পাদক আব্দুল বারী, প্রচার সম্পাদক আব্দুল হান্নান টগর,ধর্র্মীয় সম্পাদক ফজলুল হক , সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সাকিউল ইসলাম সাকিল, তথ্য ও প্রয্ুিক্ত সম্পাদক সানাউল হক সানা, নির্বাহী সদস্য আ: বাছেত, সোহেল রানা, এস.আই সমুন, আজিজুল হক বিপুল, আমিনুল ইসলাম, আবু সাঈদ, সাকায়াত হোসেন সজল প্রমূখ