ধর্ম যার যার উৎসব সবার আ’লীগ সরকার সকল ধর্মের উন্নয়নে কাজ করেন-ডাঃ মকবুল
গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মকবুল হোসেন বলেছেন, ধর্ম যার যার উৎসব সবার। তিনি আরো বলেন হিন্দু মুসলিম বলে কোন কথা নয়, সকল ধর্মের মানুষ যাতে করে নির্বিঘেœ যে যার ধর্ম পালণ করতে পারে সে জন্য আ’লীগ সরকার সকল প্রকার সহায়তা প্রদান করেন । গতকাল সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নের পীরগাছা পুজো মন্ডব পরিদর্শনকালে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। পুজো মনডব কমিটির সবাপতি সন্তোষ চন্দ্র নিয়োগীর সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তব্য রাখেন পীরগাছা শিব ও কালীমাতা মন্দির এবং দূর্গাপুজো কমিটির সেক্রেটারী উজ্জল চন্দ্র সরকার। এসময় পুজো উদযাপন কমিটির সদস্য আনন্দ চন্দ্র, চঞ্চল কুমার, অসিম সরকার, প্রদিব সরকার, রমেন চন্দ্র, অনন্ত দাসসহ স্থানীয় ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।