নামুজা ইউনিয়ন পরিষদে ভিজিডি কার্ডের চাল বিতরন

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  10:24 PM, 30 June 2016

মহাস্থান (বগুড়া) প্রতিনিধিঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বৃহস্পতিবার ৩০শে জুন বগুড়া সদরের নামুজা ইউনিয়ন পরিষদে ২৭শত দুঃস্থ্য পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরন করেন নামুজা ইউপি চেয়ারম্যান এস এম রাসেল মামুন, এসময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার উপ-সহকারী ভুমি কর্মকর্তা স্বপন কুমার , ইউপি সচিব আজিজুল হক, ইউপি সদস্য এবিএম সিদ্দিক, হারুনুর রশিদ, মুনসুর, আকবর, রাসেল, বুবিয়া , বাসেদ সহ সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :