পরিবহন শ্র​মিকদের ধর্মঘট , চরম ভোগান্তিতে যাত্রীরা

বার্তা বিভাগবার্তা বিভাগ
  প্রকাশিত হয়েছেঃ  10:33 AM, 20 November 2019

সাহাব উদ্দীন রাফেল ,ষ্টাফ প্রতিনিধিঃ আজ বুধবার সকাল থেকেই রাজধানী ঢাকা সহ। সারা দেশে গাড়ি চলাচল সীমিত লক্ষ করা যায়।এতে অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে চলাচলকারী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।জানা যায় নতুন সড়ক পরিবহন আইন ২০১৮ পূর্ণ সংশোধনী না করা পর্যন্ত এই ধর্মঘট চলবে।

এর আগে গতকাল যদিও দেশের ৮ টি জেলার অভ্যন্তরীণ গাড়ি বন্ধ ছিল। আজ আবার নতুন করে যোগ হয়েছে রাজধানী সহ দেশের প্রায় সব জেলা গুলো।

এদিকে সকালে গাবতলী কল্যাণপুর বাস টার্মিনাল এলাকায় গিয়ে দেখা যায়,বাস কাউন্টার গুলো খোলা থাকলেও ঢাকা ছেড়ে যাচ্ছেনা সব গাড়ি কিছু রুটে চলছে ,আবার কিছু রুটে একদম বন্ধ রাখা হয়েছে । এতে যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। বাস না পেয়ে অনেক যাত্রীকে ফিরে যেতে দেখা গেছে।

যাত্রীরা জানায়, পরিবহন শ্রমিকরা ধর্মঘট পালন করায় যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। বাস চলাচল বন্ধের সাথে বন্ধ করে দেওয়া হয়েছে সব ধরনের যানবাহন চালচল। এতে তারা কর্মস্থলসহ গন্তব্যে যেতে পারছেন না। এতে চরম বিপাকে পড়েছেন যাত্রীরা।

আপনার মতামত লিখুন :