পল্টনে পুলিশের অনুমতি ছাড়াই বিএনপির সমাবেশ
সাহাব উদ্দিন রাফেল : পূর্বঘোষিত অনুযায়ী বিএনপির পল্টনের পার্টি অফিসের সামনে রাস্তায় বেরিক্যাড দিয়ে সমাবেশ হয়েছে আজ ।পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক অনুমতি না পেলেও আজ শনিবার দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ শুরু হয়।উল্লেখ্য ভারতের সঙ্গে দেশবিরোধী চুক্তি বাতিল ও আবরার হত্যার প্রতিবাদে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ সভাপত্বি করেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।বক্তব্য রাখেন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান, মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরীন খান।