পীরগাছার পত্রিকার এজেন্ট নজরুলের মায়ের ইন্তেকালে শোক প্রকাশ
আব্দুল বারী মহাস্থান( বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া সদরের পীরগাছা এলাকার পত্রিকা এজেন্ট ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম পীরগাছা ইউনিটের সদস্য নজরুল ইসলামে মা বথুয়াবাড়ী গ্রামের মরহুম ভাদু প্রামানিকের স্ত্রী পদুকা বেওয়া বাধ্যর্ক জনিত কারনে ইন্তেকাল করিয়াছেন ইন্নালিলা…….রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫বছর। সে ২ছেলে ৫ কণ্যা সন্তানের জননী। তার রুহের মাগফেরা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বিবিৃতি প্রদান করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম পীরগাছা ইউনিটের সভাপতি আতাউর রহমান,সাধারন সম্পাদক রেজা খান, কোষাধক্ষ সাইদুর রহমান সাজু,যুগ্ম সম্পাদক ফজলুল হক,প্রচার সম্পাদ আবাদুল বারী,সাংগঠনিক সম্পাদক ফিরদাউস আলম,নির্বাহী সদস্য আব্দুল বাছেত,এসআই সুমন,এম এ রশিদ ,সুনীল দত্ত প্রমূখ