পীরগাছায় শিব চতুর্দশী ব্রত পুজো অনুষ্ঠিত

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  10:39 PM, 08 March 2016

গাবতলী (বগুড়া)প্রতিনিধিঃ গতসোমবার রাতে বগুড়া সদরের পীরগাছা কালীমাতা ও শিব মন্দিরে শিব চতুর্দশী উপলক্ষে শিবব্রত পুজো অনুষ্ঠিত হয়েছে। পুজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালীমাতা ও শিব মন্দিরে সভাপতি নিখলেশ মুজমদার,সহসভাপতি সুকুমার চন্দ্র দাস,সাধারন সম্পাদক উজ্জল চন্দ্র সরকার, এসময় ডাঃ অমল চন্দ্র বল,ডাঃ মাণিক সরকার,প্রদিব দেবনাথ,ডাঃ মনোতোষ চাকী, অসীম সরকার,পরিমল সরকার, দীপু চাকী, শিশু চাকী, সুমান্ত.অতিন্দ্র, ডালিম, পবিত্র সাহা,জগন্নাথ সরকার, সন্তোষ চন্দ্র, তপেন্দ্র চাকী, লিমন চন্দ্রসহ সনাতন ধর্মাবলী নারী পুরুষ।

আপনার মতামত লিখুন :