পীরগাছা ইউনিটের নির্বাচন সম্পন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  11:30 PM, 07 February 2017

মহাস্থান (বগুড়া) প্রতিনিধি ঃ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম পীরগাছা ইউনিট বগুড়া এর দ্বি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গতকাল ইউনিট কার্যালয়ে আলোচনা সভা ও কন্ঠ ভোটের মাধ্যমে সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হয়। পীরগাছা এ.এফ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান ও ইবনে রেজা মামুনুর রশিদ নির্বাচন পরিচালনা কর্মকর্তার দায়িত্ব পালন করেন । এতে কন্ঠভোটে আতাউর রহমান(দৈনিক ঢাকার ঢাক ও দৈনিক প্রভাতের আলো) সভাপতি পদে পূনরায় নির্বাচিত হন। এছাড়া সহ-সভাপতি পদে এম এ রশিদ (দৈনিক কালের খবর) ও আব্দুল বাছেত(দৈনিক চাঁদনী বাজার),সাধারন সম্পাদক পদে রেজা খান( দৈনিক মুক্ত সকাল),যুগ্ম সম্পাদ পদে এস আই সুমন(দৈনিক বগুড়া),কোষাধক্ষ পদে সাইদুর রহমান সাজু(দৈনিক সাতমাথা,বাংলাদেশ প্রতিদিন অনলাইন),সাংগঠনিক সম্পাদক পদে দেব রঞ্জন সরকার হিরা( বিডিজাহান ডট কম অনলাইন) দপ্তর সম্পাদক পদে নুরনবী রহমান (দৈনিক মহাস্থান ও দৈনিক মুক্তবার্তা এবং এশিয়ান বার্তা ২৪ ডট কম অনলাইন), প্রচার সম্পাদক পদে আব্দুল বারী(দৈনিক বাংলা বুলেটিন ও সংবাদ আজকাল অনলাইন),ক্রিড়া সম্পাদক পদে ফজলুল হক (দৈনিক উত্তরের খবর),নির্বাহী সদস্য পদে রশিদুর রহমান রানা(দৈনিক মুক্তবার্তা) মতিয়ার রহমান মতি (দৈনিক দুরন্ত সংবাদ) নির্বাচিত হন।

আপনার মতামত লিখুন :