পীরগাছা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  11:20 PM, 19 November 2016

গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ গতকাল শনিবার গাবতলীর পীরগাছা উচ্চ বিদ্যালয়ে নবনির্বাচিত ম্যানেজিং কমিটির প্রথম সভা বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত হয় । সভায় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সভাপতি সাব্বির হাসান জাফরু পাইকার, এসময় অভিভাবক সদস্য এম এ রশিদ(১),আব্দুর রশিদ(২) উজ্জল চন্দ্র সরকার, মতিয়ার রহমান মতি,আকলিমা বেগম,শিক্ষক প্রতিনিধি তপন সরকার,এ এসএম মহিদুল ইসলা,,জাহানারা বেগম, ও প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত)সদস্য সচিব আব্দুল কুদ্দুস বক্তব্য রাখেন।

আপনার মতামত লিখুন :