পীরগাছা এ.এফ বালিকা উচ্চ বিদ্যালয়ে নববর্ষ উদযাপন

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  06:14 PM, 14 April 2016

 

গাবতলী(বগুড়া) প্রতিনিধিঃ বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যেদিয়ে ১৪ই এপ্রিল পীরগাছা এ.এফ বালিকা উচ্চ বিদ্যালয় বাংলা নববর্ষ ১৪২৩ কে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য র‌্যালী পান্তা ভাত,কাচা লংকা,পিয়াজ ও আলু ভর্তা খাবরের আয়োজন করা হয়। এসময় বিদ্যালয়ের সভাপতি এইচ এম ইকবাল,প্রধান শিক্ষক আব্দুল হান্নান, সহকারী প্রধান শিক্ষক হোসনে আরা খাতুন,শিক্ষক সাজু মিয়া,সুকুমার চন্দ্র,আব্দুল মমিন,আফরোজা আকতার,পরিমল চন্দ্র,শাহাদত হোসেন, অভিভাবক সদস্য রুহুল আমিন উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :