পীরগাছা এ.এফ বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
আব্দুল বারী মহাস্থান( বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া গাবতলীর পীরগাছা এ.এফ বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছাত্রীদের বিদায় সংবর্ধনা প্রদান উপলক্ষে গতকাল শনিবার বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সভাপতি এইচ এম ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রধান শিক্ষক আব্দুল হান্নানের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আকতারুন্নাহার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,লাহিড়ীপাড়া ইউপি চেয়ারম্যান মাফতুন আহম্মেদ,লাহিড়ীপাড়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি নজরুল ইসলাম পান্না। এসময় সাধারন সম্পাদক নজরুল ইসলাম বাবু,জাতীয় পার্টিরনেতা আলমগীর হোসেন,রামেশ্বরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইবনে রেজা মামুনুর রশিদ, যশোপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফুর জিলাদার,সাতশিমুলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজার রহমান,বিদ্যালয়ের অভিভাবক কমিটির সদদ্য পবিত্র সাহা,রনজু আহম্মেদ,ইউপি সদস্য এনামুল হক উকিল,আব্দুল হাই ছিদ্দিক,আল আমিন,লতিফা বেগমসহ বিদ্যালয়ের সকল শিক্ষক, অভিভাবক ও সকল ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।