পীরগাছা এ.এফ বালিকা বিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

গাবতলী(বগুড়া) প্রতিনিধিঃ “সন্ত্রাস নয় শান্তি চাই শঙ্কামুক্ত জিবন চাই” এই শ্লোগানকে সামনে রেখে গতকাল ৩রা আগষ্ট বগুড়া সদরের পীরগাছা এএফ বালিকা উচ্চ বিদ্যালয়ের সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী আলোচনা সভা ও অভিভাবক সমাবেশ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের দাতা সদস্য আজাহার আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথরি বক্তব্য রাখেন বিদ্যালয়ের সভাপতি এইচ এম ইকবাল হোসেন। প্রধান শিক্ষক আব্দুল হান্নানের সার্বিক ব্যবস্থাপনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন এনজিও প্রতিনিধি এম এ রশিদ,অভিভাবক সদস্য রনজু মিয়া,রুহুল আমিন,পবিত্র কুমার সাহা,সহকারী প্রধান শিক্ষক হোসনে আরা খাতুন,সহকারী শিক্ষক ছাদেকুর রহমান মশিউর রহমান,সাহাদত হোসেন,সুকুমার চন্দ্র প্রমুখ। সমাবেশে বক্তাগন বলেন, ধর্মের নামে কোন মানুষ মারা সৃষ্টিকর্তা পছন্দ করিনা তাছাড়া কোন ধর্মীয় গ্রন্থে এবং নেক্কারজনক কাজ করার কথা লেখা নেই। সুতরাং আমরা সন্ত্রাস চাইনা শান্তি চাই। আমরা সন্ত্রাসের বিরুদ্ধে সকলেই ঐক্যবদ্ধ হয়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস নিমূল করবো।