পীরগাছা-নাড়–য়ামালা রাস্তার বেহাল দশা ঝুঁকি নিয়ে চলছে বাহন \ সংস্কার জরুরী

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  05:46 PM, 20 June 2016

গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া গাবতলীর পীরগাছা রামেশ্বরপুর-নাড়–য়ামালা রাস্তাটির বেহাল দশা। জিবনের ঝুকি নিয়ে চলছে যানবাহন, সংস্কার অতিব জরুরী। সরেজমিনে দেখা গেছে বগুড়া সদরের পীরগাছা হাট হয়ে গাবতলী যাওয়ার পথের বথুয়াবাড়ী,কামারচট্র,সাতচুয়া,রামেশ্বরপুর,নিশুপাড়া,শুভপাড়া, পচাকাতলি,ঘোন সাঘাটিয়া,সাঘাটিয়া,সোনাপুর পর্যন্ত ৫কিলোমিটার রাস্তার কোথাও পুরোটাই আবার কোথাও টিনের ছিদ্রের পাথর,ইট,খোয়া,বালু উঠে গিয়ে কয়েক লক্ষ খানা খদ্দের সৃষ্টি হয়ে আছে। অন্য কোন পথ না থাকায় জিবনের ঝুকি নিয়ে এ রাস্তা দিয়ে অসংখ্য ট্রাক, সি এনজি, অটো বাইক, ইজিবাইক, ভটভটি নছিমন,করিমন,ভ্যান,রিক্সা চলাচল করছে। রাস্তাটিতে ১৮/২০ বছর পুর্বে পিছ ঢালার কাজ করা হলেও পরবর্তীতে আর কোন সংস্কার না করায় রাস্তা চলা চলের প্রায় অযোগ্য হয়ে পড়েছে। ঝুঁকি নিয়ে যানবহন চালাতে গিয়ে মাঝে মাঝে ঘটছে ছোট খাট দূর্ঘটনা। কৃষি নির্ভরশীল পীরগাছা,রামেশ্বরপুর এলাকার অধিকাংশ কৃষক এ রাস্তা দিয়েই তাদের উদপাদিত শষ্য হাট বাজারে বিক্রি করতে নিয়ে যেতে হয়। এ রাস্তার পাশ দিয়ে রয়েছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক,উচ্চ মাধ্যমিক স্কুল,বালিকা উচ্চ বিদ্যালয়,কমিউনিটি ক্লিনিক,চাল কলসহ অনেক ব্যাবসা প্রতিষ্ঠান। কিন্তু যোগাযোগের মাধ্যক রাস্তাটি অকেজো হয়ে পড়ায় এলাকার ব্যবসায়ীসহ সব কিছু যেন ঝিমিয়ে পড়েছে। এলাকবাসী ও সচেতন মহলের দাবী সড়ক জনপথসহ উর্ধতন কতৃপক্ষ অতিদ্রুত রাস্তাটি মেরামত করে জনগনের দুভোগ লাঘব করিবে।

আপনার মতামত লিখুন :