পীরগাছা হাইস্কুল ও কাগইল মাদ্রাসায় বিনামুল্যে বই বিতরন উৎসব পালন

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  10:31 PM, 01 January 2016

আতাউর রহমান!! গাবতলী(বগুড়া) প্রতিনিধি ঃ গতকাল বগুড়া গাবতলীর পীরগাছা উচ্চ বিদ্যালয়ে সরকার প্রদত্ত বিনামুল্যে বই বিতরন উৎসব পালন করা হয়েছে। বিদ্যালয়ের সভাপতি সাব্বির হাসান জাফরু পাইকারের অনুমোতিক্রমে প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুসের ব্যবস্থাপনায় বই বিতরন উৎসবে উপস্থিত ছিলেন লাহিড়ীপাড়া ইউনিয়ন আ’লীগের যুগ্ম সম্পাদক উজ্জল চন্দ্র সরকার,অভিভাবক সদস্য রফিকুল ইসলাম,সমাজসেবক আলহাজ্ব আব্দুস ছামাস,শিক্ষক জাহানারা বেগম,আব্দুস ছালাম,আকতার বানু,তপন কুমার,রেহেনা খাতুন,উৎপল চন্দ্র,নয়নমনি,মহিদুল ইসলাম,মাকছুদুর রহমান রকি প্রমূখ।অপরদিকে কাগইল নায়েব উল­া সিনিয়র আলিম মাদ্রসায় ছাত্র/ছাত্রীদের মাঝে বিনামুল্যে সরকার প্রদত্ত বিনামুল্যে বই বিতরন উৎসব পালন করা হয়। মাদ্রসার সভাপতি সাবেক চেয়ারম্যান মোহাম্মাদ আলীর উপস্থিতিতে অধ্যক্ষ আব্দুল মজিদের ব্যাস্থাপনায় অন্যেন্যদের মাঝে উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য একেএম আবু জাফর,আওয়ামীলীগনেতা রাশেদুল ইসলাম, আবুল কাশেম, যুবলীগনেতা মাহফুজুল হক সুইট,সেচ্ছাসেবকলীগনেতা জাহাঙ্গীর হোসেন, সহ-সুপার আব্দুস ছাত্তার,সহকারী শিক্ষক আইযুব হোসেন, শাহিনসহ সকল শিক্ষকবৃন্দ।

আপনার মতামত লিখুন :