প্রকাশ্যে সেলুন ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  07:22 PM, 27 December 2016

মহাস্থান (বগুড়া) থেকে নুরনবী রহমান: বগুড়ার শিবগঞ্জের মহাস্থানে দিনে দুপুরে এক সেলুন ব্যবসায়ী কে খুর দিয়ে গলাকেটে হত্যা।

জানা গেছে, উপজেলার রায়নগর ইউনিয়নের সেকেন্দ্রাবাদ জিগাতলা গ্রামের নিজাম উদ্দিন এর ছেলে শাহিন (২৭), উপজেলার মহাস্থান মাদ্রাসা গেট এলাকায় একটি দোকান ঘর ভাড়া নিয়ে দীর্ঘদিন যাবৎ সেলুন ব্যবসা পরিচালনা করে আসছে। প্রত্যক্ষদর্শী জানান, মাদক ব্যবসার টাকা ভাগ বাটোয়ারা কে কেন্দ্র করে এ ঘটনাটি ঘটতে পারে। সোমবার দুপুর অনুমান ২.৪৫ মিনিটে মহাস্থান নামাপাড়া গ্রামের আজিজুল ইসলাম এর ছেলে বিশাল (১৮) এর সাথে এ টাকা নিয়ে বাকবিতন্ডতায় জড়িয়ে পরে। একপর্যায়ে ব্যবসায়ী কে ধাওয়া করলে প্রকাশ্যে নাপিত এর খুর দিয়ে রাস্তায় জন সম্মুখে তার গলায় আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পরে। স্থানীয়রা সঙ্গে সঙ্গে বগুড়া শজিমেকে চিকিৎসার জন্য নেওয়ার পথে সে মারা যায়। ঘটনার সংবাদ পেয়ে স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ্ ও রায়নগর ইউপি চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তারা জড়িতদের আটক করে দ্রত শাস্তি প্রদানের জন্য প্রশাসনের প্রতি আহবান জানান। সংবাদ পেয়ে বগুড়া পুলিশ সুপার আসাদুজ্জামান, এ-সার্কেল মশিউর রহমান আকন, শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ২ কন্যা সন্তানের জনক শাহীন এর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

আপনার মতামত লিখুন :