প্রধান শিক্ষক আতাউর রহমানের পিতার মৃত্যুতে বিভিন্ন মহলে শোক

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান মন্ডলের পিতার ডাঃ মজিবর রহমান মন্ডলের ইন্তেকালে শোক প্রকাশ করে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক সংগঠন ও সাংস্কৃতিক সংগঠন বিবৃতি দিয়েছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত সোমবার বার্ধক্য জনিত কারণে তিনি ইন্তেকাল করেন। মৃতুকালে তিনি ২ পুত্র, ১ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। তার মৃত্যুকে শোকাহত পরিবারের প্রতি সমাবেদনা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও অত্র বিদ্যালয়ের সভাপতি আলমগীর কবীর, নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, বর্তমান উপজেলা চেয়ারম্যান আলমগীর হুসাইন, পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মীর শাহে আলম, নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান খাঁন, প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম কবীর, উপজেলা একাডেমিক সুপার ভাইজার পদ্মা রানী, পৌর আওয়ামীলীগ সভাপতি আমিনুল হক দুদু, সাধারণ সম্পাদক সামছুল মোল্লা, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা মিন্টু, বন্ধুন ৯৮ ব্যাচের ছাত্র এবং নিরাপদ সড়ক চাই এর আহবায়ক রশিদুর রহমান রানা, যুগ্ন আহবায়ক আব্দুল হান্নান, শিবগঞ্জ টিচার্স ক্লাবের সভাপতি মোকছেদুর রহমান দুলু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, বিশিষ্ট কম্পিউটার ব্যবসায়ী আনোয়ার হোসেন সাজুসহ প্রমূখ।