ফেসবুক বন্ধুর বাড়ীতে এসে অপহরণ নাটক সাজিয়ে নিজ পরিবারের কাছ থেকে ৮ লাখ টাকা দাবি

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  07:11 PM, 25 November 2015

সংবাদ আজকাল ঃ বগুড়ার সোনাতলায় বুধবার দুপুরে অপহরণ নাটক সাজিয়ে নিজ পরিবারের কাছ থেকে ৮ লাখ টাকা দাবির অভিযোগে সোনাতলার গড়ফতেপুর গ্রাম থেকে এক যুবককে আটক করে থানায় সোপর্দ করেছে সোনাতলা পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর তাহেরুল ইসলাম। এব্যাপারে তাহেরুল ইসলাম জানান, বুধবার দুপুরে গড়ফতেপুর গ্রামের জনৈক ইউনুসের মোবাইল ফোন মারফত জানতে পারি, ঢাকার বাড্ডা থানার মিলবাড়িটেক শাহজাদপুর এলাকার মৃত শহিদুল ইসলামের পুত্র আদর আহম্মেদ সাগর (২২) নামে এক যুবক গত ১৬ তারিখে সোনাতলার গড়ফতেপুর গ্রামের অবসরপ্রাপ্ত সেনাসদস্য আব্দুল লতিফের পুত্র জিহাদ ও আব্দুর রাজ্জাকের পুত্র পাপ্পুর বাড়িতে ফেসবুকে বন্ধুত্ব পরিচয়ের সূত্র ধরে ৮/৯ দিন যাবৎ অবস্থান করে। সেখান থেকে সে ফেসবুক বন্ধুদের সহযোগিতা নিয়ে অপহরণ নাটক সাজিয়ে অন্য মোবাইল থেকে তার বোনের নিকট ৮ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এমতাবস্থায় আদরের বোন ও পরিবারের লোকজন র‌্যাব-১২ এ বিষয়টি অবহিত করলে আইন-শৃঙ্খলা বাহিনী তাকে উদ্ধারে ব্যাপক তৎপরতা চালায়। অবস্থা বেগতিক দেখে বুধবার দুপুরে আদর এলাকা ত্যাগের চেষ্টা করলে আমাকে অবহিত করে। এদিকে আদরকে উদ্ধারের খবর জানতে পেরে সোনাতলা থানায় আসে র‌্যাব-১২ একটি দল। এ রিপোর্ট লেখা পর্যন্ত আদর সোনাতলা থানা হাজতে অবস্থান করছিল। এ ব্যাপারে সোনাতলা থানার এ এস আই হাফিজুর রহমান জানান, আদরের পরিবারকে খবর দেওয়া হয়েছে, তারা আসলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। নিজের পরিবারের সাথে এহেন অপহরণ নাটক সাজিয়ে মুক্তিপণ দাবি করার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আদর পরিবারিক কলহের জের ধরে এমন নাটক সাজিয়ে নিজে পুজি করে নিজ পায়ে দাড়ানোর জন্য এক কাজ করেছে বলে সাংবাদিকদের জানায়, সে আরো জানায় গুলশান পিংঙ্ক সিটিতে সেএক্রিকিউটিভ হিসেবে চাকুরী করে।

আপনার মতামত লিখুন :