বগুড়ার এস ও এস হারম্যান মেইনার কলেজের অধ্যক্ষকে লাঞ্চিতকারীদের গ্রেফতারের দাবীতে অভিভাবকদের মানব বন্ধন

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  07:35 PM, 30 January 2017

সোমবার বেলা ১২ট!য় বগুড়ার এস ও এস হারম্যান মেইনার কলেজের অধ্যক্ষ স্বপন কুমার ঘোষকে লাঞ্চিত করায় প্রতিবাদে কলেজের সামনে প্রতিষ্ঠানের অভিভাবকদের পক্ষ থেকে গণসমাবেশ ও মানব বন্ধন করা হয়া। মানব বন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে বহিস্কৃত শিক্ষক(১)অমরেশ চন্দ্র মুখার্জী, (২) মাসউদ করিম সহ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান হয় এবং তারা যদি কলেজ এলাকায় আসে তাদেরকে আটক করে আইন শৃংখোলা বাহিনীর হাতে সোপর্দ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মানব বন্ধন থেকে আগামী ৬ ফেব্রুয়ারয়ী সকাল ১০টায় মাটিডালী বিমান মোড়ে মানব বন্ধন ও বিক্ষোভ কর্মসূচী ঘোষণা করা হয়। মানব বন্ধনে বক্তব্য রাখেন অভিভাবক কমিটির আহবায়ক ও শাখারিয়া ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, নিশিন্দারা ইউপি চেয়ারম্যান, শহিদুল ইসলাম এ্যাড: মাহবুব আলম শাহিন,এ্যাড:এমদাদুল হক,সদর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সেক্রেটারী ইফতারুল ইসলাম মামুন,আনিছুর রহমান মিটু,মিনতি আক্তার বানু সহ অন্যান্য অভিভাবক বৃন্দ।

আপনার মতামত লিখুন :