বগুড়ার গাবতলীতে ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  08:17 PM, 27 May 2016

গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়া গাবতলীতে ৩জন ভুয়া ডিবি পুলিশকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতমঙ্গলবার দিবাগত রাতে উপজেলার সোনারায় চারমাথা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃতরা হলো উপজেলার কাগইল ইউনিয়নের তেলকুপি গ্রামের কবির উদ্দিন সাবলুর পুত্র বগুড়া পলিটেনিক ইন্সটিটিউশনে ২য় বর্ষের ছাত্র আবির হোসেন(২০), একই এলাকার প্রতাব চন্দ্র সাহার পুত্র সরকারী শাহ সুলতান কলেজের এইচএসসি ১ম বর্ষের ছাত্র পঞ্চম চন্দ্র সাহা(১৮),মাহবুবুর রহমানের কাগইল করুনা কান্ত উচ্চ বিদ্যালয়ের ছাত্র সুজন হোসেন(১৭)। পুলিশ জানায়,ওই তারা ভুয়া ডিবি পুলিশ সেজে সোনারায় চারমাথা মোড়ে এলাকার নম্বর বিহীন মোরট সাইকেল আটকিয়ে উৎকোচ গ্রহন করছিল। বিষয়টি স্থানীয়রা বুঝতে পেড়ে থানা পুলিশে খবর দেয়। পরে থানার ওসি শাহীদ মাহমুদ খান, এসআই আবু জাররা,এসআই ফিরোজ কবির ভুয়া ডিবিদের গ্রেফতার করে। এ ঘটনায় এসআই ফিরোজ বাদী হয়ে হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।

আপনার মতামত লিখুন :