বগুড়ার গোকুল টি.এন বালিকা উচ্চ বিদ্যালয়ে জে.এস.সি পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত

আব্দুল বাড়ী মহাস্থান (বগুড়া) প্রতিনিধি: সারাদেশের ন্যায় গতকাল রবিবার বগুড়ার বগুড়া সদরে গোকুল টি.এন বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জে.এস.সি প্রথম দিনের বাংলা (১ম পত্র) পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্ত্ াশাহানা আখতার জাহান। পরিদর্শনকালে তিনি বলেন, গোকুল টি.এন বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র সহ সকল কেন্দ্রের সুষ্ঠভাবে পরীক্ষা গ্রহণের জন্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এব্যাপারে কেন্দ্র সচিব গোলাম সোবান জানান, এবারের জে.এস.সি পরীক্ষায় ১৩টি বিদ্যালয়ের মোট্ ১০৪৩ জন ছাত্র/ছাত্রী গোকুল টি.এন বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অংশগ্রহণ করছে। শান্তিপূর্ণভাবে পরীক্ষা অন্ষ্ঠুানের লক্ষ্যে কেন্দ্রে এবং কেন্দ্রের বাহিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন হল সুপার আ: রহিম, উপজেলা আইসিটি টেকনিশিয়ান রাজীব কুমার পাল, ম্যানেজিং কমিটির সভাপতি কাওসার আলী খোকন, পরিসংখ্যান অফিসার শফিকুল আলম, আনিছুর রহমান প্রমুখ।