বগুড়ার চকঝুপ দক্ষিনপাড়া দি ইয়ং স্টার ক্লাবের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও অত্র ক্লাবের ভিত্তি প্রস্তর স্থাপন
বগুড়ার চকঝুপ দক্ষিনপাড়া দি ইয়ং স্টার ক্লাবের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও অত্র ক্লাবের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান সাবগ্রাম ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিন সরকারের সভাপতিত্তে¡ মহান বিজয় দিবসে বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে ভিত্তি প্রস্তর স্থাপন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন সদর উপজেলার সুযোগ্য চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা।অনুষ্ঠানে সহ-সভাপতিত্ত¡ করেন মাও মনছুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসরাফিল হোসেন দেওয়ান, হারুনুন রশিদ, আনোয়ার হোসেন পেস্কার জেলা জজ কোট বগুড়া, জহুরুল ইসলাম, মামুন, আতাউর রহমান, আশরাফুল আলম , কালাম হোসেন, নুরনবী, সোহেল রানা।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র ক্লাবের সভপতি সাইফুল ইসলাম , সাঃ সম্পাদক খোরশেদ আলম, সাংগাঠনিক সম্পাদক বাদশা শেখসহ অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।