বগুড়ার দ্যা হলিভিশন স্কুল এন্ড কলেজের কুইজ প্রতিযোগিতা ও অভিভাবক সমাবেশ

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  08:42 PM, 17 December 2015

সদর উপজেলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার মাটিডালীস্থ দ্যা হলিভিশন স্কুল এন্ড কলেজের কুইজ প্রতিযোগিতা ,বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোঃ আঃ ওয়ারেস সাহেবের সভাপতিত্তে¡ সকাল ৯টায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নতুন ও পুরাতন অভিভাবকদের নিয়ে মত বিনিময় করে প্রতিষ্ঠানের অধ্যক্ষ আঃ হামিদ অত্র প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য সকলের সহযোগিতা কামনা করেন এবং মুক্তি যুদ্ধের আলোচনা করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস চেয়ারম্যান আঃ কুদ্দুস , ভাইস চেয়ারম্যান আবু রায়হান উজ্জল, পরিচালক আঃ মতিন , এম,এ জাহিদ, কে, এম মেহেদী হাসান, রেজাউল করিম তানভীন, উপদেষ্টা আমজাদ হোসেন, শিক্ষক রিপন, মেহেরুন, সুমাইয়া, তামান্না, হাবিবা, বিউটি,আইয়ুব আলীসহ অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবক মন্ডলী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

আপনার মতামত লিখুন :