বগুড়ার পীরগাছায় পুকুরে ডুবে শিশু পুত্রের মৃত্যু

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  09:39 PM, 25 November 2016

গাবতলী(বগুড়া)থেকে আতাউর রহমানঃ বগুড়ার লাহিড়ীপাড়া ইউনিয়নের পীরগাছা গ্রামের রুবেল হোসেনের শিশু পুত্র শাকিবুল হাসান(২) পুকুরে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে। জানাগেছে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় শাকিবুল তাদের বাড়ী সংলগ্ন উত্তরপাশ্বে খেলতে গিয়ে পুকুরে পা ফসকে পড়ে যায়। কিছুক্ষন পড় শিশুটিকে পানিতে ভাসতে দেখতে পায় স্থানীয়রা। পুকুর থেকে তোলার আগেই সে মারা যায় বলে তার পিতা জানায়। এঘটনায় তাদের পরিবারে চলছে শোকের মাতম।

আপনার মতামত লিখুন :