বগুড়ার পীরগাছায় শিবিরের ৩৯তম বর্ষপুতি উপলক্ষে বর্ণাঢ্য র্যালী
গাবতলী(বগুড়া)প্রতিনিধিঃ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পীরগাছা সাংগঠনিক থানা শাখার উদ্যোগে গতকাল সোমবার শিবিরের ৩৯তম বর্ষপুতি পালন করা হয়েছে। এ উপলক্ষে পীরগাছা-মাটিডালী রোডে বর্ণাঢ্য র্যালী শেষে তিনমাথা মোড়ে সংক্ষিপ্ত আলোচনা সভা থানা শাখার সভাপতি জোবায়ের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা পশ্চিম শাখার সভাপতি আব্দুলাহ আল মামুন। এসময় জেলা পশ্চিমের অর্থ সম্পাদক জুয়েল রানা,মহাস্থান সাথী শাখার সভাপতি তৌহিদুল ইসলাম,সেক্রেটারী ইমরুল কায়েস, সৈয়দ আহম্মেদ শাখার সেক্রেটারী শাহাদত হোসেন,শিবিরনেতা মুনসুর রহমান,মুশফিকুর রহমান,আরিফুল ইসলাম,বিপ্লব,এরশাদ,আলীহাসান,জামায়াতনেতা মাওলানা সাইফুল ইসলাম,শ্রমিক কল্যাণনেতা সিরাজুল ইসলাম,শ্যামল, আবু তাহেরসহ তৃনমুল পর্যায়ের নেতাকর্মী সমর্থক উপস্থিত ছিলেন।