বগুড়ার পীরগাছা গৃহনির্মাণ শ্রমিক উপ-পরিষদের মে দিবস পালন
গাবতলী(বগুড়া) প্রতিনিধি ঃ “দুনিয়ার মজদুর এক হও এক হও এই” স্লোগানকে সামনে রেখে ও ১৮৮৬ সালে ১মে আমেরিকার শিকাগো শহরে দৈনিক ৮ঘন্টা কাজের দাবীতে শ্রমিকদের আন্দোলনের মুখে গুলিবর্ষন করে শাষক বাহিনী, সেই আন্দলনে নিহতদের স্মরনে পালন হয়ে আসছে মহান মে দিবস অথ্যাৎ শ্রমিক দিবস। মহান মে দিবস উপলক্ষে পীরগাছা গৃহনির্মাণ শ্রমিক উপ-পরিষদের উদ্যোগে র্যালী,আলোচনা সভা ও দোওয়া মাহফিল পীরগাছা গৃহনির্মান শ্রমিক উপপরিষদের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপ-পরিষদের সভাপতি আজিজার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পীরগাছা বনিক সমিতির সভাপতি ও উপ-পরিষদের উপদেষ্টা আলমগীর হোসেন মিলু, বিশেষ অতিথি উপ-পরিষদের উপদেষ্টা মুকুল সরকার, বগুড়া জেলা গৃহনির্মান শ্রমিক উপ-পরিষদের যুগ্ম সম্পাদক তারাজুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক পুটু সরকার,বনিক সমিতির সাধারন সম্পাদক আলীউল রেজা,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম পীরগাছা ইউনিটের সভাপতি আতাউর রহমান, সাধারন সম্পাদক রেজা খান,আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী আবু আসাদ,রনজু মিয়া,নয়ন সরকার,রনি চন্দ্র বল। এসময় উপ-পরিষদের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম,সহসভাপতি বাবুল প্রাং,বজলু মোল্বা,যুগ্ম সম্পাদক আনিছার রহমান,আবু তালেব,হাবিবুর রহমান,সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, কোষাধক্ষ মাহফুজার রহমান,দপ্তর সম্পাদক জিয়াউল হক,প্রচার সম্পাদক আল আমিন,ধর্মীয় সম্পাদক মাছুদ রানা.সমাজকল্যণ সম্পাদক শহিদুল ইসলামসহ উপপরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।