বগুড়ার বাঘোপাড়ায় বিআরটিসি ও সিএিনজির সংর্ঘষে নিহত ৪ আহত ২
মহাস্থান(বগুড়া)প্রতিনিধি: বগুড়া রংপুর মহাসড়কের বাঘোপাড়া নামকস্থানে বিআরটিসি ও সিএিনজির মুখো মুখি সংর্ঘষে নিহত ৪ আহত ২।
জানাগেছে, মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় মহাস্থান থেকে সিএনজি যোগে ড্রান্স শিল্পী তপু তার দল নিয়ে নাচ করার জন্য শেরপুরের পথে রওয়ানা দেয় পথে মধ্যে বাঘোপাড়া নিউ চলাচল তেল পাম্পের নিকট পৌছলে রংপুর গামী একটি বিআরটিসি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে সিএনজির এক জন যাত্রী ঘটনাস্থালেই নিহত হয়। অপর তিন জন হাসপালে নেওয়ার পথে নিহত হন। নিহতরা হলেন বগুড়ার ফুলবাড়ী গ্রামের ড্রান্স শিল্পী আসিক, গোকুল ইউনিয়নের ধাওয়াকোলা গ্রামের শ্রী তপু চন্দ্র, মহাস্থান গ্রামের ঝিনুকের পুত্র আব্দুর রহিম, সিএনজির ড্রাইভার আব্দুল গফুর। আহত দুই জনকে চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় নিহতদের এলাকায় শোকের ছায়া নেমে আসে।