বগুড়ার ভবানীগঞ্জ হাইস্কুল ছাত্রীকে উৎত্যাক্ত করায় এক বখাটের ৩ মাসের কারাদন্ড
গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নের ভবানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের জনৈক এক ছাত্রীকে উৎত্যাক্ত করার অপরাধে এক বখাটেকে ৩ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
স্থানীয়রা ও স্কুল কতৃপক্ষ সুত্রে জানা গেছে রবিবার সকাল অনুমান ৯ টা ৩০ মিনিটে ভবানিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর জনৈক এক ছাত্রী বাড়ী থেকে স্কুলে আসছিল পথিমধ্যে রাজমিস্ত্রীর কাজ করতে আসা শিবগঞ্জ উপজেলার রাঙামাটি মধ্য পাড়া গ্রামের সাইদুল ইসলামের পুত্র মামুন (২৭) তার পথরোধ করে কু-প্রস্তাব ও হাত ধরে টানাটানি করলে ঐ ছাত্রীর আতœচিৎকার দেয়। এলাকাবাসী এগিয়ে এসে বখাটেকে আটক করে স্কুল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। স্কুলের প্রধান শিক্ষক আ: রহমান সদর উপজেলা নির্বাহী, ম্যাজিষ্ট্যাট আক্তারুন্নাহারকে সংবাদ দেয়। নির্বাহী ম্যাজিষ্ট্যাট স্কুলে পৌছে ভ্রাম্যমান আদালতে ঐ বখাটেকে ৩ মাসেন সশ্রম কারাদন্ড প্রদান করেন । এসময় উপস্থিত ছিলেন লাহিড়ীপাড়া ইউপি সদস্য আল আমিন, সহকারী প্রধান শিক্ষক সুলতান মাহমুদ, সদস্য নুর আমিন, আইয়ুব হোসেনসহ ছাত্রীর অভিভাবক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ।