বগুড়ার মাটিডালী ২য় বাইপাস সড়কে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত-২

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  04:05 PM, 07 December 2015

সদর উপজেলা বগুড়া প্রতিনিধিঃ সোমবার আনুমানিক সকাল ৭.৪৫মিনিটে বগুড়ার মাটিডালী ২য় বাইপাস সড়কের মাটিডালী-পল­ীমঙ্গল চৌরাস্তায় সড়ক দূর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদূর্শীরা জানান মানিকচক থেকে আগত একটি বালুর ট্রাক একজন বাইসাইকেল আরোহীকে স্বজরে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি নিহত হন। নিহত বাইসাইকেল আরোহী জামিনুর মহুরী(৩০) শাখারিয়া সরদার পাড়া গ্রামের খাদেম সরদারের ছেলে। অপর দিকে সকাল ৮ টায় বাইপাস সড়কের কালুবেলা-মানিকচকের বালু পয়েন্ট নামক স্থানে আর একটি দুর্ঘটনা সংঘটিত হয়। ঘটনাস্থলে গিয়ে সোহেল নামে একজন প্রত্যক্ষদুর্শীর সাথে কথা বললে তিনি জানান , গাইবান্ধা থেকে ঢাকাগামী আল-হামরা নামে একটি নাইটকোচ দ্রত গতিতে এসে একটি ভ্যানগাড়ীকে ধাক্কা দেয়।এতে ভ্যানগাড়ীটি পাশে একটি সিএনজি সাথে ধাক্কা খায় এবং ঘটনাস্থলে ভ্যানগাড়ীটির চালক নিহত হয়। নিহত ভ্যান চালক মিন্টু মিয়া(২৮) মানিকচক পশ্চিমপাড়ার আবুল হোসেনের ছেলে । এলাকাবাসী ছুটে এসে তার মৃতুদেহ উদ্ধার করে এবং কোচটি আটক করে মানিকচক বন্দরে ১৯নং ওর্য়াড কাউন্সিলরের কার্যলয়ের সামনে হেফাজতে রাখে। উপস্থিত জনগন আরও বলেন প্রতিদিন এই স্থানে ছোট-বড় নানা দূর্ঘটনা ঘটে।বিশেষ করে বালু বোঝায় ট্রাক বেপরোয়া ভাবে চলাচল করে। যা সকল পথচারীর জন্য বিপদ জনক। এজন্য তারা কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন।

আপনার মতামত লিখুন :