বগুড়ার লাহিড়ীপাড়া ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের দায়িত্বভার গ্রহন
গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ গতকাল বৃহস্পতিবার বগুড়ার লাহিড়ীপাড়া ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের দায়িত্বভার গ্রহন উপলক্ষে ইউপি কার্যালয়ে মিলাদ মাহফিল দোওয়া অলোচনা সভা ও ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়। ইউপি চেয়ারম্যান মাফতুন আহম্মেদ এর সভাপতিত্বে ইউপি সচিব মুঞ্জরুল আলমের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, লাহিড়ীপাড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস ছাত্তার,বিএনপি,নেতা আলীউল রেজা,হাসানুল হান্নার রেজভি,আবু জিন্নাহ সাকিদার, জালাল উদ্দিন,সাইফুল ইসলাম,আব্দুল বাছেত। এসময় বিএনপিনেতা ঠান্ডু মিয়া,মোস্তাফিজার রহমান,যুবদলনেতা সাইফুল ইসলাম, জালু মিয়া, আনোয়ার হোসেন, বাবু মিয়া, ছুপিয়ান, মিজানুর, তাজুল,সিরাজুল,ওয়াজেদ আলী,ছাত্রদলনেতা সুমন সরকার,শিক্ষক আব্দুর রহমান, আলহাজ্ব আবুল খায়ের, আলহাজ্ব আব্দুল হামিদ,আলহাজ্ব বেলাল উদ্দিন, আলহাজ্ব আব্দুল মান্নান,হাফেজ জাকারিয়া, ফজলুর রহমান,জাতিয় পাটির নেতা নজরুল ইসলাম পান্না,মোস্তাফিজার রহমান বাবু, ইউপি সদস্য এনামুল হক উকিল,ইউনুস আলী, আব্দুস সামাদ,আল আমিন,তাজুল ইসলাম, রুবেল সাকিদার,আব্দুল হাই সিদ্দিক দুখু,আজাদুর রহমান মকবুল,নান্টু মিয়া, সংরক্ষিত মহিলা মেম্বার ঝড়না বেগম,কল্পনা বেগম,লতিফা বেগমসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে ইউপি কার্যালয় মাঠেএকটি বৃক্ষরোপন ও শান্তির প্রতিক কবুতর অবমুক্ত করা হয়।