বগুড়ার লাহিড়ীপাড়া নন্দিপাড়া রাস্তা নিন্ম মানের ইট দিয়ে কাজ করায় বিক্ষুদ্ধ এলাকাবাসী ইট উপরে ফেলে
আব্দুল বারী মহাস্থান(বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নে নন্দীপাড়া লটাগাড়ী রাস্তায় উপজেলা উন্নয়ন খাতের বরাদ্দকৃত ৩০০ ফিট রাস্তা নির্মান কাজে নিæ মানের ইটের সোলিংয়ের করার সময় এলাকাবাসী বিক্ষুদ্ধ হয়ে সোমবার দুপুরে তুলে ফেলে।
সরেজমিনে গিয়ে জানা যায় উপজেলা উন্নয়ন খাতে বরাদ্দকৃত উক্ত রাস্তায় ৩০০ ফিট প্রকল্প দেওয়্া হয়। বগুড়ার শামীম নামের এক ঠিকাদার সোমবার সকাল থেকে নিæ মানের ইট দিয়ে উক্ত কাজ শুরু করে এলাকাবাসী বুঝতে পেরে বিক্ষুদ্ধ হয়ে সোমবার দুপুরে রাস্তা থেকে ইট উপরে ফেলে দেয়। এব্যপারে এলাকাবাসীর সাথে কথা বললে ফরিদ উদ্দিন, বাদশা মিয়া, বুলু মিয়া, মামুদুল হক জানান, আমাদের দীর্ঘ দাবী রাস্তাটি পাকা করণের সেই রাস্তাটি নিন্মমানে ইট দিয়ে নির্মান করলে আমাদেকে আবারও চরম দূর্ভোগ পোহাতে হবে। এ বিষয়টি এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছেন।