বগুড়ার শিবগঞ্জের রায়নগর ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনিত প্রার্থী সাইফুজ্জামান চুন্নুর নমিনেশন ফরম উত্তোলন
আব্দুল বারী মহাস্থান(বগুড়া) প্রতিনিধিঃ মঙ্গলবার দুপুরে বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের বিএনপির মনোনিত চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলহাজ¦ সাইফুজ্জামান চুন্নুর(ধানের শীষ প্রতিকে) নমিনেশন ফরম উত্তোলন করেন।
জানাগেছে, বিএপির প্রার্থী হিসেবে উপজেলার প্রার্ণী সম্পদ অফিসের কম্পিউটার অপারেটার রেজাউল করিম এর নিকট থেকে নমিনেশন ফরম উত্তোলন করেন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র য়ুগ্ন সাধারণ সম্পাদক এম আর ইসলাম স্বাধীন থানা যুবদলের সিনিঃ যুগ্ন সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হিরু,সাংগঠনিক সম্পাদক তাহেরুল ইসলাম, থানা যুবদল নেতা, গোলাম রব্বানী পুটু ,সেমিল আহম্মেদ, কামাল হোসেন, রায়নগর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ¦ মিনহাজ উদ্দিস, বিএনপি নেতা বেলাল হোসেন, দেলোয়ার হোসেন, মুক্ত্ার হোসেন,প্রভাষক মাসুদুর রহমান সবুজ, সেমিল ডাঃ সবুর,মকবুল হোসেন,আনিছার রহমান,ধলু মিয়া, টিক্কা, আইফুল, থানা ছাত্রদলের সাংগঠানক সম্পাদক হানার রশিদ,যুব নেতা এমদাদুল হক, বুলেট, সোহেল, আসলাম, খোকন প্রধান, শফিকুল, রায়হান, রকি, জনি, রবিউল ইসলাম, রিদয়,ছাত্র নেতা ইমরান সরদার,কাওছার,সনি,মুক্তা, সোহান, রকি, জোবায়ের, দুলু,সোহাগ,রাহাত,জাদিদ,হোসেন,রাজু পিয়াস,রায়নগর ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহ আলম, শ্রমিকলীগের সভাপতি শাহ আলম.আওয়ামীলীগ নেতা ফাইন, মটু মিয়া,সহ বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। নমিনেশন উত্তোলন শেষে এক মোটর সাইকেল শো ডাউন রায়নগর ইউনিয়নের বিভিন্ন গ্রাম প্রদক্ষিণ শেষে মহাস্থান বাসষ্ট্যান্ডএসে শেষ হয়।