বগুড়ার শিবগঞ্জ উপজেলার রথবাড়ী বড়নারায়নপুর সরতলী রাস্তা পাকা করন কাজের শুভ উদ্বোধন

মহাস্থান(বগুড়া) থেকেঃ নুরনবী রহমানঃ বুধবার দুপুরে বগুড়ার শিবগঞ্জ উপজেলার রথবাড়ী বড়নারায়নপুর শরতলী জনগনের দীর্ঘদিনের দাবী রাস্তা পাকা করনের সেই দাবীর প্রেক্ষিতে বুধবার দুপুরে ঐ রাস্তাটি পাকা করন কাজের প্রধান অতিথি হিসাবে শুভ উদ্বোধন করেন,বগুড়া ০২ শিবগঞ্জ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ্।
উদ্বোধন কালে তিনি বলেন, জাতীয় পার্টি উন্নয়নে বিশ্বাসী আগামী দিনে জাতীয় পার্টিই দেশ চালানোর যোগ্যতা রাখে,আমার সময় কালে এলাকার উন্নয়ন অব্যাহত থাকবে,সে জন্য আপনাদের সহযোগিতা দরকার।
এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা প্রকৌশলী শামছুল ইসলাম,রায়নগর ইউপি চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু,উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এরফান আলী,মোকামতলা ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি আব্দুল মজিদ চান্দু,সাধারণ সম্পাদক রবিউল ইসলাম মাসুদ, সহ সাধারণ সম্পাদক মাহাবুর রহমান, শিবগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক লুৎফর রহমান,আবু জাফর, সাজ্জাদ হোসেন, শ্রী মিলন চন্দ্র,দোলন,তোতা মিয়া, আকবর হোসেন, বাদশা মিয়া, শ্রী সুমীল মহন্ত খাজা মন্ডল,আজাদুল ইসলাম,মেহেদী হাসান,হামিদুল ইসলাম,শাহিনুর ইসলাম,ছামসুল ইসলাম,
আলহাজ্ব জিয়াউর রহমান,মোজাফর,মিজানুর,মিজবাহুল,মেহেদুল,
মজনু,মুঞ্জুর রহমান সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।