বগুড়ার সদরের ৪টি ইউনিয়ন ইউনিয়ন পরিষদে ভিজিএফ এর চাল বিতরন
বগুড়া সদর প্রতিনিধিঃ বগুড়া সদরের এরুলিয়া, নিশিন্দার, নুনগোলা, লাহিড়ীপাড়া
ইউনিয়ন পরিষদের উদ্যোগে গরীব ও অসহায়দের মাঝে
ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। শনিবার চাল বিতরণ
কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান
আবু সুফিয়ান সফিক। এ সময় বিশেষ অতিথি
হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা
আজিজুর রহমান। সুষ্ঠ ও শান্তি পূর্ণভাবে সার্বিক
ব্যবস্থাপনায় চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান আঃ
লতিফ মন্ডল, সহিদুল ইসলাম সরকার, আলিম উদ্দিন, মাফতুন
আহমেদ। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন এরুলিয়া ইউপি
সচিব ফরিদুল ইসলাম রাজু, ট্যাগ অফিসার এটিও
সাজেদুর রহমান, নিশিন্দারা সচিব নজরুল ইসলাম, ট্যাগ
অফিসার ওয়াহেদ,নুনগোলা ইউপি সচিব রাশেদ
শেখ,লাহিড়ীপাড়া ইউপি সচিব শামিমা আকতার সহ
সকল ইউপি সদস্য সংরক্ষিত মহিলা সদস্যা ও এলাকার
গণ্যমান্য ব্যক্তি বর্গ। এরুরিয়া ৩ হাজার ২শত টি ,
নুনগোলা ২ হাজার ৬০০ টি ,নিশিন্দার ২ হাজার ৫০ টি ,
লাহিড়ীপাড়া ইউপির ৩২’শ টি পরিবারের মাঝে ভিজিএফ
এর চাল বিতরণ করা হয়।
ক্যাপশনঃ শনিবার বগুড়া সদরের এরুলিয়া ইউনিয়ন পরিষদে
গরীব ও অসহায়দের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ
উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু
সুফিয়ান সফিক।