বগুড়ার সোনাতলায় অজ্ঞাত ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার
আব্দুর রাজ্জাক স্টাফ রিপোটারঃ গতকাল বগুড়ার সোনাতলার বালুয়া ইউনিয়নের ভিটাপাড়া নামক স্থানে সজনাতাইড় গ্রামের আবুল কালাম এর ধান ক্ষেত থেকে আনুমানিক ৩০/৩২ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের গলাকাটাসহ শরিরের বিভিন্ন স্থানে ক্ষতচিহ্নিত লাশ উদ্ধার করেছে সোনাতলা থানা পুলিশ। সোনাতলা থানার এসআই মিনার আলী জানান সকালে কৃষকরা মাঠে কাজ করতে যাওয়ার সময় অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ দেখে থানায় অবগত করে। পরে আমরা লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া মর্গে প্রেরণ করি। এ নিয়ে গত এক মাসের মধ্যে সোনাতলা উপজেলায় ৩ টি হত্যাকান্ডের ঘটনা ঘটল।