বগুড়ায় অনার্স পড়ুয়া ছাত্রী দুলাভাই এর সাথে কাবিননামা পরে ১০ম শ্রেনীর ছাত্রের হাত ধরে উধাও

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  10:59 PM, 20 December 2016

মহাস্থান( বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া সদরের পল্লীতে ৫.লক্ষ টাকার বিনিময়ে অনার্স পড়ুয়া ছাত্রী আপন দুলাভাই এর সাথে কাবিননামা করে কয়েক দিন পর প্রেমের টানে ১০ম শ্রেনীর এক ছাত্রের হাত ধরে উধাও হয়ে যায়।

সরেজমিনে গিয়ে ছেলের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায় বগুড়া সদরের লাহিড়ী পাড়া ইউনিয়নের দোবাড়িয়া গ্রামের আব্দুস ছামাদের অনার্স পড়ুয়া কন্যা শারমিন আকতার (২১) আপন দুলাভাই লাহিড়ী পাড়া গ্রামের আঃ ছাত্তারের পুত্র রিপুর সাথে ৫.লক্ষ টাকার বিনিময়ে কাবিননামা করে কয়েক দিন পর

শিবগঞ্জ উপজেলার করতকোলা জোনাব আলী ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্র বাউলা পাড়া গ্রামের বাবলু মিয়ার পুত্র ইমরান হোসেন(১৫) এর সাথে গত ১৬ডিসেম্বর রাতে অজানার উদ্দেশ্য পাড়ি দেয়। এ ঘটনায় মেয়ের পরিবারের লোকজন দফায় দফায় ছেলের বাড়িতে গিয়ে তাদের মেয়ে কোথায় আছে তা জানতে সোমবার বিকালে ছেলের বাড়িতে গিয়ে তাদের মেয়েকে তাদের হাতে তুলে দিতে বলে চলে যায়। এ ব্যাপারে ছেলের পরিবারের সাথে যোগাযোগ করা হলে, তারা ছেলে মেয়েদের বিষয় কিছুই জানেনা বলে জানান। এ ঘটনায় ছেলের পরিবারের মাঝে আতংক বিরাজ করছে এবং ছেলে মেয়ের প্রেমের ঘটনায় এলাকায় চাঞ্চল্যর সৃষ্টি

আপনার মতামত লিখুন :