বগুড়ায় আন্তর্জাতিক এস ও এস শিশুপলী দিবস-২০১৬ উদযাপন

সদর উপজেলা (বগুড়া) প্রতিনিধিঃ অদ্য ২৩ জুন বৃহস্পতিবার সকালে এস ও এস শিশুপলী বগুড়ায় আন্তর্জাতিক এস ও এস শিশুপলী দিবসের সমাপনী অনুষ্ঠান অত্র কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। হারম্যান মেইনার এর জন্ম দিন উপলক্ষে বিশ্বের ১৩৪ টি দেশে আজ একযোগে পালিত হচেছ আন্তর্জাতিক এস ও এস শিশুপলী দিবস । তারই ধারাবাহিকতায় বগুড়া এস ও এস শিশুপলী এবং এস ও এস হারম্যান মেইনার কলেজে সপ্তাহব্যাপী সাহিত্য সাংস্কৃতিক , চিত্রাঙ্কন, হাতের লেখা, কবিতা আবৃত্তি, বির্তক, কুইজ , খেলাধুলা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বগুড়া এস ও এস শিশুপলীর সহকারী পরিচালক আসাদুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরন করেন বগুড়া জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও তথ্য প্রযুক্তি) সুফিয়া নাজিম। এছাড়াও অত্র কলেজের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা মন্ডলী, সকল কর্মকর্তা , কর্মচারীবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে হারম্যান মেইনার এর চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির সেবায় একযোগে কাজ করার কথা বলেন। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তিনি , পড়াশোনার পাশিপাশি সামাজিক কর্মকান্ডে অংশ গ্রহনের আহবান জানান।