বগুড়ায় কৃষি জমি জলাবদ্ধতা সৃষ্টি করে বানিজ্যিক ভবন নির্মাণ

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  12:02 AM, 30 July 2017

সদর উপজেলা প্রতিনিধি (বগুড়া)

বগুড়া বারবাকপুর মৌজার মাটিডালী, ধরমপুর ও বারপুর ২৭ পাড়ার জনগনের অতিমূল্যবান ফসলি জমি এসওএস স্কুল এ্যাড কলেজ এবং বিশ্ব রোড়ের উত্তর পার্শ্বে জমিগুলি জলা বদ্ধতায় পরিনত হয়েছে। বর্তমানে কৃষি জমি জলাবদ্ধতা সৃষ্টি করে নিজের স্বার্থে বিশ্বরোড়ের পূর্ব পার্শ্বে সরকারী একটি কালভার্ট যেটি পানি নিঃস্কাশনের জন্য দীর্ঘ যাবত ব্যবহৃত সেই কালবার্টটি বন্ধ করে দিয়ে বানিজ্যিক ভবন নির্মাণ করেছে মাটিডালী গ্রামের হাজী মোঃ জিল্লুর রহমান। গত ২২-০৭-২০১৭ তারিখে সদর উপজেলা নির্বাহী অফিসার বরাবরে কৃষি জমি জলাবদ্ধতা নিরসনের প্রসঙ্গে একটি আবেদন পত্র জমা দেওয়া হয়।

আপনার মতামত লিখুন :