বগুড়ায় দেশীয় রামদাসহ একজন গ্রেফতার
বগুড়া ফুলবাড়ি পুলিশ ফাঁড়ি কর্তৃক দেশীয় রামদা ও ১টি বার্মিজ চাকু সহ এক যুবক গ্রেফতার। ফাঁড়ি সূত্রে জানা যায় যে, গত ২০ তারিখ শনিবার এস আই রবিউল ইসলাম সঙ্গীয় এটিএসআই বদিউদজ্জামান র্ফোস সহ গোপন সংবাদেও ভিত্তিতে বগুড়া সদর উপজেলা পরিষদের ২ নং গেইটের সামনে থেকে হযরত আলী (৩৫) কে রামদা ও বার্মিজ চাকু সহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত হযরত আলী বগুড়া জেলা সদর থানা মাটিডালী গ্রামের মৃত রমজান আলীর ছেলে। ফাঁড়ির ইনচার্জ আরও জানান, হযরত আলী একজন কুখ্যাত ছিনতাইকারী তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায় করে থানা হাজুতে প্রেরন করা হয়।