বগুড়ায় বিস্ফোরক দ্রব্যসহ দুইজন গ্রেফতার

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  07:35 PM, 25 July 2016

আবু সাঈদ, সদর উপজেলা (বগুড়া)প্রতিনিধিঃ বগুড়া ফুলবাড়ি পুলিশ ফাঁড়ি কর্তৃক বিস্ফোরক দ্রব্যসহ দুইজন সন্ত্রাসী গ্রেফতার। ফুলবাড়ি পুলিশ ফাঁড়ি ইনচার্জ বরিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ১১.৩০ মিনিটে বগুড়া পৌরসভাধীন বৃন্দাবন পূর্বপাড়া রেস্টহাউজের পিছনে মুকুলের ভাড়া দেওয়া বাড়িতে ৫/৬ জন শয়ন ঘরের ভিতর বিস্ফোরক দ্রব্য (ককটেল) প্রস্তুত করছিল।এমনতাবস্থায় ঘরের ভিতরে অভিযান চালিয়ে ছোট টিনের কৌটা ৫টি, সলিউশন কৌটা ৩টি,জর্দ্দার কৌটা ২টি, লাল রঙের প্লাস্টিক টেপ ০২টি, সাদা রঙের ছোট পাথর অনুমান ২ কেজি, গান পাউডার অনুমান ২৫০ গ্রাম, বিস্ফোরক দ্রব্য তৈরী সরঞ্জাম সহ হাতেনাতে স্বপন শেখ (২০) ও ফয়সাল রহমান সুমন (৩০) নামে দুই জনকে গ্রেফতার করা হয়। ঘটনাস্থল থেকে ৩জন পালিয়ে যায়। ধারনা করা হচেছ হরতালের দিনে নাশকতা সৃষ্টি করার জন্য তারা এসব তেরী করছিল। গ্রেফতারকৃত স্বপন শেখ বগুড়া জেলা গাবতলী থানার আটাপাড়া গ্রামের মাসুম শেখের ছেলে। অপর দিকে ফয়সাল রহমান সুমন বগুড়া জেলার সদর থানার ফুলবাড়ি পাইকাড় পাড়া গ্রামের আঃ রাজ্জাকের ছেলে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করে কোর্টে প্রেরন করা হয়।

আপনার মতামত লিখুন :