বগুড়ায় ব্যাক শিক্ষা কর্মসুচি পেইস্রে উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
আবু সাঈদ বগুড়া সদর প্রতিনিধিঃ যুক্তির আলোয় খুঁজি মানুষের মুক্তি এই স্লোগানটি নিয়ে ব্যাক শিক্ষা কর্মসুচি পেইস্রে উদ্যোগে জেলা ফাইনাল শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান বগুড়া জেলা প্রতিনিধি স্বপন কুমার মিস্ত্রির সভাপতিত্তে¡ বুধবার দুপুরে ব্র্যাক লার্নিং সেন্টারের হল রুমে অনুষ্ঠিত হয়। ৩০টি স্কুলের মধ্যে চুড়ান্ত বিতর্ক প্রতিযোগিতায় দুটি বিদ্যালয়ের ৩ জন করে শিক্ষার্থী অংশ গ্রহন করে। বিতর্কের পক্ষ দল ফাঁপোড় ইউনিয়ন পলী মঙ্গল উচ্চ বিদ্যালয় ও বিপক্ষ দল শিবগঞ্জ দাড়িদহ বালিকা বহুমুখী উচ্চ বিদ্যালয়। বির্তকের বিষয় ছিল অভিভাবকের উদাসীনতাই তরুন প্রজন্মের অবক্ষয়ের জন্য দায়ী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্যপ্রযুক্তি) সুফিয়া নাজিম। বিশেষ অতিথি বগুড়া জেলা শিক্ষা অফিসার গোপাল চন্দ্র সরকার , মডারেট এমদাদুল হক সহঃ অধ্যাপক সরকারী শাহ সুলতান কলেজ , বিচারক হিসাবে উপস্থিত ছিলেন জীবন নেছা সহঃ অধ্যাপক সরকারী শাহ সুলতান কলেজ, মাহতাব উদ্দিন শহীদ জিয়া কলেজ গাবতলী , ওমর ফারুক সহঃ অধ্যাপক সরকারী আযিযুল হক কলেজ এবং সময় রক্ষক আক্কাছ আলী আকন্দ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জহুরুল ইসলাম, আঃ মালেক , মনিরুজ্জামান সিনিয়র অ্যাজ্রিকিউটিব গ্রামিন ফোন , সায়মা পারভীন কেয়া সহকারী শিক্ষিকা ফাঁপোড় ইউপি পলী মঙ্গল উচ্চ বিদ্যালয় ও বিতর্ক শিক্ষিকা ব্র্যাক পেইস্। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিতর্কের বিজয়ী দল ফাঁপোড় ইউনিয়ন পলী মঙ্গল উচ্চ বিদ্যালয়কে ক্রেস প্রদান করেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন তাত্তাদিনা স্বর্না ( এল, আর , পি) ব্র্যাক। এছাড়াও বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা মন্ডলী, ব্র্যাকের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।