বগুড়ায় মুজিবুর রহমান মহিলা কলেজে নবনির্মিত বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধা কর্নার এর উদ্বোধন
বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজে নবনির্মিত বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধা কর্নার এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কলেজ ক্যাম্পাসে বেলুন,পায়েরা উড়িয়ে এবং ফিতা কেটে বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধা কর্নার এর উদ্বোধন করেন প্রধান অতিথি স্বাধীনতা ও একুশে পদক এবং বাংলা একাডেমির পুরস্কার প্রাপ্ত লেখক-গবেষক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ফোকলোরবিদ ও বাংলাদেশ জাতীয় জাদুঘরের সভাপতি বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক শামসুজ্জামান খান।
উদ্বোধনের পূর্বে প্রধান অতিথি ফলক উন্মচন, অত্র কলেজের রভার স্কাউট পরিদর্শন এবং গার্ড অব ওনার প্রদান করেন এবং উদ্বোধনের পর মুক্তিযোদ্ধা কর্নার পরিদর্শন করেন। অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর জোহরা ওয়াহিদা রহমানের সভাপতিত্বে উদ্বোধন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অধ্যাপক দেব দুলাল দাসের স ালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড.মোঃ বেল্লাল হোসেন, হেলেন জামান। অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন অত্র কলেজ শাখার মহিলা আওয়ামী লীগ নেত্রী মোঃ সুমিসহ সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।