বগুড়ায় সন্ত্রাসী হামলায় সদর থানা বিএনপি নেতা নিহত
বগুড়া প্রতিনিধি: সন্ত্রাসীদের উপর্যুপরি ছুরিকাঘাতে বগুড়ায় সদর থানা বিএনপির সাধারন সম্পাদক এ্যাডঃ মাহবুল আলম শাহীন (৪৫) নিহত হয়েছেন ।
রবিরার রাতে বগুড়া শহরের অভিজাত এলাকায় উপশহর এলাকায় ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে , রবিবার রাত ১০টার দিকে বিএনপি নেতা এ্যাডঃ মাহবুব আলম শাহীন শহরের উপশহর বাজার এলাকায় দাঁড়ানো অবস্থায় সশস্ত্র সন্ত্রাসীদের হামলার শিকার হন ।
এসময় ৭/৮ জন সন্ত্রাসীরা সঙ্গবদ্ধ ভাবে হামলা চালিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে ও দু’পায়ে উপূর্যুপরি ভাবে ছুরি ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এসময় তাকে মৃত ভেবে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়। পরে স্থানীয়লোকজন হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এ বিষয়টি নিশ্চিত করেন শহরস্থ ছিলিমপুর ফাঁড়ী পুলিশের এস আই আব্দুল আজিজ মন্ডল জানান,
এ্যাডঃ মাহবুব আলম শাহীনকে প্রথমে আহত অবস্থায় স্থানীয় স্বদেশ হাসপাতালে এবং সেখান থেকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানেই কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। স্থানীয়সূত্রে জানাযায়, বাড়ী ফেরার পথে উপশহর বাজার এলাকার একটি ১০তলা ভবনের সামনের চা দোকানের পাশে দাঁড়ানো অবস্থায় এ্যাডঃ মাহবুব আলম শাহীন সশস্ত্র হামালার শিকার হন।
হত্যাকান্ডের সাথে জরিতদের ধরতে জেলা পুলিশ অভিযান শুরু করেছেন বলে জানাযায়।