বগুড়ায় ১৫পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বগুড়া ফুলবাড়ি পুলিশ ফাঁড়ি কর্তৃক ১৫পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। ফাড়ি সূত্রে জানা যায়, সোমবার ৬.৩০ মিনিটে ফুলবাড়ি উত্তর পাড়ায় গোপন সংবাদের ভিত্তিত্বে নবাগত এস আই রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ চিরুনি অভিযান চালিয়ে মাদক বিক্রিরত অবস্থায় নান্নু খলিফা (৩৫) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত নান্নু খলিফা বগুড়া জেলার সদর থানার ফুলবাড়ি উত্তর পাড়া গ্রামের মৃত্য বুলু খলিফার ছেলে। নান্নু খলিফা দীর্ঘযাবত প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে মাদক বিক্রি করে আসছে। এতে করে অত্র এলাকার কমল মতী শিক্ষার্থীসহ তরুন যুবসমাজ ধবংস হয়ে যাচেছ । নবাগত এস আই রবিউল ইসলাম দৈনিক সকলের খবরকে জানান, মাদক মরন ব্যাধি, এটি সেবন করে শুধু যুব সমাজকেই ধবংস করছে না, সব বয়সের মানুষকে ধবংস করছে। তাই মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের অভিযান চলছে, চলবে।